আইপিএলের মিলিয়নেয়ার গ্রিন টেস্টেও উজ্জ্বল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইপিএলের মিলিয়নেয়ার গ্রিন টেস্টেও উজ্জ্বল


প্যাট কামিন্সকে টপকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী অস্ট্রেলিয়ান ক্রিকেটার এখন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত শুক্রবার আইপিএল নিলামে তাকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে (৩১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার) কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর থেকে ক্রিকেট দুনিয়ায় আলোচনায় ২৩ বছর বয়সী এ তারকা। আকস্মিকই মিলিয়নেয়ার হয়ে ওঠা এই পেস অলরাউন্ডার ২০২৩ সালের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল খেলোয়াড়। ইংলিশ ক্রিকেটার স্যাম কারানকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তার পরেই গ্রিন।


 


আইপিএলে মিলিয়নেয়ার হওয়ার পরপরই পাঁচদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন গ্রিন। মেলবোর্নে আজ শুরু হওয়া বক্সিং ডে টেস্টে ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানে অলআউট করতে তিনি রাখেন অগ্রণী ভূমিকা। এরপর অজিরা ১ উইকেটে ৪৫ রান তুলে নিয়ে প্রথম দিন মাঠ ছাড়ে। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে অজিরা।


 


আজ মাত্র ১০.৪ ওভার বল করে ২৭ রান নিয়ে ৫ উইকেট তুলে নেন গ্রিন। থিউনিস ডি ব্রুইন, কাইল ভেরেইন, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও লুংগি এনগিডি তার শিকার। এছাড়া মিচেল স্টার্ক দুটি এবং স্কট বোল্যান্ড ও নাথান লায়ন একটি করে উইকেট নিয়ে প্রোটিয়াদের দুশর আগেই বেধে ফেলেন।


 


উল্লেখ্য, ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টেও দুই ইনিংসের কোনোটিতেই দুশ করতে পারেনি প্রোটিয়ারা। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৫২ ও দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে গুটিয়ে যায় দলটি। এবার গ্রিনের আগুণে পুড়ল প্রোটিয়ারা।


 


গ্রিন এর আগে ১৭ টেস্ট খেলে নিয়েছেন ১৮টি উইকেট, রান করেছেন ৭৫৫। ইনিংসে ৫ উইকেট নিলেন এই প্রথমবার।

কোন মন্তব্য নেই