আইপিএলের মিলিয়নেয়ার গ্রিন টেস্টেও উজ্জ্বল
আইপিএলে মিলিয়নেয়ার হওয়ার পরপরই পাঁচদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন গ্রিন। মেলবোর্নে আজ শুরু হওয়া বক্সিং ডে টেস্টে ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানে অলআউট করতে তিনি রাখেন অগ্রণী ভূমিকা। এরপর অজিরা ১ উইকেটে ৪৫ রান তুলে নিয়ে প্রথম দিন মাঠ ছাড়ে। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে অজিরা।
আজ মাত্র ১০.৪ ওভার বল করে ২৭ রান নিয়ে ৫ উইকেট তুলে নেন গ্রিন। থিউনিস ডি ব্রুইন, কাইল ভেরেইন, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও লুংগি এনগিডি তার শিকার। এছাড়া মিচেল স্টার্ক দুটি এবং স্কট বোল্যান্ড ও নাথান লায়ন একটি করে উইকেট নিয়ে প্রোটিয়াদের দুশর আগেই বেধে ফেলেন।
উল্লেখ্য, ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টেও দুই ইনিংসের কোনোটিতেই দুশ করতে পারেনি প্রোটিয়ারা। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৫২ ও দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে গুটিয়ে যায় দলটি। এবার গ্রিনের আগুণে পুড়ল প্রোটিয়ারা।
গ্রিন এর আগে ১৭ টেস্ট খেলে নিয়েছেন ১৮টি উইকেট, রান করেছেন ৭৫৫। ইনিংসে ৫ উইকেট নিলেন এই প্রথমবার।

কোন মন্তব্য নেই