গুগল ম্যাপ দেখার ফিচার নিয়ে ফিটবিটের নতুন স্মার্টওয়াচ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গুগল ম্যাপ দেখার ফিচার নিয়ে ফিটবিটের নতুন স্মার্টওয়াচ


সেন্স ২ ও ভার্সা ৪ নামের নতুন দুটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে ফিটবিট। আপডেটেড ভার্সনের ডিভাইস দুটিতে একাধিক নতুন ফিচার রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এ দুটি স্মার্টওয়াচ ব্যবহারের মাধ্যমে যেকোনো জায়গা থেকে গুগল ম্যাপ ব্যবহার করা যাবে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।


ফিটনেসকেন্দ্রিক স্মার্টওয়াচ হলো ভার্সা ৪। এতে ৪০টিরও বেশি এক্সারসাইজ মোড, রিয়েল টাইম পরিসংখ্যান, জিপিএস ও অ্যাক্টিভ জোন মিনিট এবং গুগল ম্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। অন্যদিকে সেন্স ২ ব্যবহারকারীকে সবসময় মানসিক স্বাস্থ্যের আপডেট জানাবে। ব্লুটুথের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের সঙ্গে ডিভাইসগুলো যুক্ত করতে পারবে। গুগল ম্যাপ ব্যবহার করতে হলে প্রথমে সেন্স ২ ও ভার্সা ৪ ওয়্যারেবল ডিভাইসে ম্যাপ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর ফিটবিট অ্যাপের ডিভাইস সেটিংস ট্যাব থেকে গুগল ম্যাপ আইকনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। আগামী বছরের শুরু থেকে বাজারে স্মার্টওয়াচ দুটি পাওয়া যাবে। তবে আপডেট ভার্সনের দাম, ব্যাটারি সম্পর্কে কিছুই জানায়নি সংস্থাটি।

কোন মন্তব্য নেই