আত্মহত্যা প্রতিরোধী ফিচার ফিরিয়ে আনল টুইটার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আত্মহত্যা প্রতিরোধী ফিচার ফিরিয়ে আনল টুইটার


সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দেয়ার পর পুনরায় কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার ফিচার চালু করেছে টুইটার। খবর রয়টার্স।


ফিচারটি আকস্মিকভাবে বন্ধ করে দেয়ার কারণে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারকারী ও গ্রাহক সুরক্ষা নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনা শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্সেও প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই ফিচার ফিরিয়ে আনে প্লাটফর্মটি।


২৩ ডিসেম্বর বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে এক প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে এটি সরিয়ে ফেলা হয়েছে। মাইক্রোব্লগিং প্লাটফর্মটির নতুন প্রধান ইলোন মাস্কের নির্দেশেই এটি সরানো হয়েছে।


প্রতিবেদন প্রকাশের পর টুইটারের নিরাপত্তাপ্রধান এলা আরউইন রয়টার্সকে ফিচার সরানোর বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি তিনি এটিকে অস্থায়ী বলেও জানান। এক ই-মেইল বার্তায় তিনি জানান, বিভিন্ন প্রম্পট ঠিক করার পাশাপাশি আমরা সেগুলোকে ঢেলে সাজাচ্ছি।


ফিচার বন্ধের বিষয়ে ইলোন মাস্কের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের প্রায় ১৫ ঘণ্টা পর এক টুইটে মাস্ক বলেন, এটা মিথ্যা, এখনো রয়েছে এটি।

কোন মন্তব্য নেই