করাচিতে বাবর আজমের সেঞ্চুরি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করাচিতে বাবর আজমের সেঞ্চুরি


ইংল্যান্ডের কাছে সদ্যই তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে এসেছে বড় পরিবর্তন। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে সরিয়ে সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধান নির্বাচক হয়েছেন সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বোর্ডে যখন ব্যাপক পরিবর্তন তখন দলের ওপরও প্রভাব পড়ার কথা। যদিও পাকিস্তান দলনায়ক বাবর আজম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে বলছিলেন, তারা মাঠের খেলায় বাইরের প্রভাব পড়তে দেবেন না। তারা ক্রিকেটেই মনোযোগী হতে চান।


 


অন্তত নিজের কথাটি রেখেছেন বাবর। করাচিতে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সেঞ্চুরি করে পাকিস্তানকে টানছেন তিনি। ৪ উইকেটে ২২৪ রান নিয়ে প্রথম দিন চা বিরতিতে যায় স্বাগতিক দলটি। বাবর ১১৯ ও সরফরাজ আহমেদ ৪৩ রানে ব্যাট করছিলেন।


 


মাইকেল ব্রেসওয়েলকে ডিপ মিডউইকেট অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বছর বয়সী বাবর। ১৬১ বলে এসেছে তার সেঞ্চুরি। ১১০ রানে ৪ উইকেট পতনের পর সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে হাল ধরেন বাবর। দুজন গড়েন শতরানের জুটি। চা বিরতি পর্যন্ত ২৯ ওভার থেকে তারা তোলেন ১১৪ রান। এ পথে বাবর তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। ৪৬ টেস্টে তার রয়েছে ২৬টি হাফ সেঞ্চুরি। 


 


এ সফরে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

কোন মন্তব্য নেই