এক দিনে ইউক্রেনে ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক দিনে ইউক্রেনে ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া


গত ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর শুক্রবার ইউক্রেনে অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এদিন ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। হামলার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের বিদ্যুৎ সংযোগ।


কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ক্রিভি রিহ-তে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানলে তিনজন নিহত হয়েছে এবং দক্ষিণে খারসনে গোলাগুলিতে আরেকজন নিহত হয়েছে। 


অধিকৃত পূর্ব ইউক্রেনে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের গোলাবর্ষণে ১২ জন নিহত হয়েছে।


শুক্রবার সন্ধ্যার ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার কাছে আরও বেশ কয়েকটি ব্যাপক হামলার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি পশ্চিমা মিত্রদের আরও উন্নতবিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।


ইউক্রেন যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে তিনি বলেছেন, ‘মস্কোর রকেট উপাসকরা যাই হোক না কেন, এই যুদ্ধে এটি এখনও শক্তির ভারসাম্য পরিবর্তন করবে না।’

কোন মন্তব্য নেই