স্পেসএক্সে ৭ কোটি ডলার বিনিয়োগ করবে মিরাই
জানুয়ারিতে স্পেসএক্সে ৭ কোটি ২৪ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার মিরাই অ্যাসেট ফাইন্যান্সিয়াল গ্রুপের সহযোগীরা। ২৩ ডিসেম্বর এক রেগুলেটরি ফাইলিংয়ে কোম্পানি দুটি এ কথা জানায়। মিরাই অ্যাসেট গ্রুপের একজন মুখপাত্র জানান, মিরাই অ্যাসেট সিকিউরিটিজ ও অ্যাসেট ক্যাপিটাল ইলোন মাস্কের রকেট ও স্যাটেলাইট কোম্পানিতে যথাক্রমে ৮ হাজার ৮৫০ ও ৪৫০ কোটি ওন বিনিয়োগ করবে। এর আগে ফাইন্যান্সিয়াল গ্রুপটি অক্টোবরে টুইটার অধিগ্রহণের জন্য মাস্ককে ৩০ হাজার কোটি ওন আর্থিক সহায়তা করার পরিকল্পনাও হাতে নিয়েছিল।

কোন মন্তব্য নেই