প্রাণ অ্যাগ্রোর এটিবিতে লেনদেন শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাণ অ্যাগ্রোর এটিবিতে লেনদেন শুরু


পুঁজিবাজারে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) আজ ৪ জানুয়ারি,বুধবার যাত্রা শুরু করেছে। প্রাণ অ্যাগ্রো প্রথম বন্ড হিসাবে আজ এটিবিতে লেনদেন শুরু করেছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, ডিএসইতে প্রাণ অ্যাগ্রোর ট্রেডিং কোড “PALUGB1″। আর কোম্পানি কোড ৫৫০০১।



বন্ডটি ”কর্পোরেট বন্ড” সেক্টরের অধীনে লেনদেন করবে। প্রাণ অ্যাগ্রো গত ২ জানুয়ারি এটিবিতে তালিকাভুক্ত হয়।



৩০জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে বন্ডটি শেয়ার প্রতি আয় করেছে ১৩০ টাকা ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০১ টাকা ৯৩ পয়সা।


আলোচ্য সময়ে বন্ডটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৯৮ টাকা ১৯ পয়সা।

কোন মন্তব্য নেই