১৪ প্রোর ডিসপ্লে সমস্যা সমাধানে কাজ করছে অ্যাপল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৪ প্রোর ডিসপ্লে সমস্যা সমাধানে কাজ করছে অ্যাপল


২০২২ সালের সেপ্টেম্বরে বাজারে আইফোন ১৪ সিরিজ উন্মোচন করে অ্যাপল। এ সিরিজের মধ্যে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্স রয়েছে। ডিসেম্বর থেকে ব্যবহারকারীরা ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সের ডিসপ্লেতে সমস্যা পাওয়ার অভিযোগ জানিয়ে আসছে। এর সমাধানে কাজ শুরু করেছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খবর গ্যাজেটসনাউ।


গ্রাহকদের অভিযোগ, আইফোন ১৪ প্রো রিবুট বা রিস্টার্ট দেয়ার সময় ডিভাইসের স্ক্রিনে সবুজ ও হলুদ রঙের আনুভূমিক বা সমতল লাইন ফ্ল্যাশ হতে দেখা গেছে। তবে প্রতিবেদনগুলোয় এ সমস্যার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। আগে এটিও নিশ্চিত ছিল না যে অ্যাপল আদৌ এর সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এবং সমস্যাটি হার্ডওয়্যারে, নাকি সফটওয়্যারে। ম্যাকরিউমরস প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপল ডিসপ্লে বাগ বা ত্রুটির বিষয়ে জানতে পেরেছে বলে জানিয়েছে এবং এর সমাধানে কাজ করছে।


নতুন মেমোতে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট ডিসপ্লের সমস্যার বিষয়টি স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, এটি হার্ডওয়্যার নয়, সফটওয়্যারের সমস্যা। বর্তমানে সমস্যাটি পর্যালোচনা করা হচ্ছে এবং এর সমাধানে শিগগিরই নতুন আইওএস আপডেট চালু করা হবে। বর্তমানে ডেভেলপার ও পাবলিক বেটা পরীক্ষকদের নিয়ে আইওএস ১৬.৩-এর পরীক্ষা চালাচ্ছে।

কোন মন্তব্য নেই