হাউজ স্পিকার পদে কেভিন ম্যাকার্থিকে প্রত্যাখ্যান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাউজ স্পিকার পদে কেভিন ম্যাকার্থিকে প্রত্যাখ্যান


হাউজের পরবর্তী স্পিকার বাছাই করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) রক্ষণশীল রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি দল সহকর্মী কেভিন ম্যাকার্থির প্রার্থিতার বিরুদ্ধে ভোট দেয়া অব্যাহত রেখেছে৷ খবর ভয়েস অব আমেরিকা।



১১৮তম অধিবেশনের নেতা পাওয়ার জন্য পরপর তিন দফা ভোট নেয়া হয়। এরপর স্থানীয় সময় আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করে।


প্রতিবেদনে বলা হয়, গত ১০০ বছরের মধ্যে এমন ঘটনা মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথমবার ঘটল। যেখানে ৪৩৫ সদস্যের হাউজ স্পিকার হওয়ার জন্য প্রথম রাউন্ডে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট কোনো প্রার্থীই জিতেনি।


ম্যাকার্থি তিনটি রাউন্ডের ভোটে স্পিকারশিপ জিততে ব্যর্থ হন। ২০ জন রিপাবলিকান তার বিরোধিতা করেন। তবে চতুর্থ রাউন্ডে ম্যাকার্থির বিরোধীরা অবস্থান থেকে সরবেন বা নতুন কোনো প্রার্থী আবির্ভূত হবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।


৫৭ বছর বয়সী ম্যাকার্থি কয়েক পর বছর ধরে হাউজের নেতৃত্ব দেয়ার চেষ্টা করে আসছেন। শেষ পর্যন্ত কাছাকাছি পৌঁছলেও প্রয়োজনীয় ২১৮ ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি এখনো অনিশ্চিত।



২০২ জন রিপাবলিকান ম্যাকার্থিকে ভোট দিয়েছেন, যা প্রয়োজনীয় ২১৮টি ভোট থেকে ১৬টি কম। অন্যদিকে, ২১২ জন ডেমোক্র্যাট সদস্যের সবাই নিউইয়র্কের প্রতিনিধি হেকিম জেফ্রিসের পক্ষে স্পিকারশিপের জন্য ভোট দিয়েছেন। তবে তার জেতার কোনো সম্ভাবনা নেই।



কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত ম্যাকার্থি গত নভেম্বরে অনুষ্ঠিত হাউজ রিপাবলিকান ককাসে ১৮৮টি ভোট পেয়েছিলেন। এরপর তার পক্ষে কিছু সমর্থন জোগাড় করতে সক্ষম হন।


হাউজ রিপাবলিকানদের পাঁচ বা তার বেশি সদস্যের একটি অতি-ডানপন্থী গোষ্ঠী ম্যাকার্থির প্রার্থিতার বিরোধিতা করে আসছেন। তাদের ধারণা, রক্ষণশীলদের জন্য যথেষ্ট নিবেদিত প্রাণ নন ম্যাকার্থি।

কোন মন্তব্য নেই