মেসেজ এডিটিংয়ে মাইক্রোসফট টিমসে নতুন ফিচার
টিমসে লুপ কম্পোনেন্ট নামে নতুন ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে কথোপকথনের সময় ব্যবহারকারীরা তাদের মেসেজ এডিট বা পরিবর্তন করতে পারবে। খবর আইএএনএস।
ফিচারটির মাধ্যমে একজন অংশগ্রহণকারী এজেন্ডা থেকে শুরু করে চেকলিস্ট, টেবিল, টাস্ক লিস্ট, প্যারাগ্রাফসহ অনেক কিছুই এডিট করতে পারবে। মাইক্রোসফট জানায়, টিমস মিটিং চ্যাট ও টিমস চ্যাট উভয় প্লাটফর্মেই লুপ কম্পোনেন্ট ফিচারটি চালু করা হয়েছে।
ফিচারটি ব্যবহার করতে হলে চ্যাট টেক্সট বক্সের নিচে থাকা লুপ কম্পোনেন্ট আইকনে ক্লিক করতে হবে। সেখানে বিভিন্ন অপশন থেকে এজেন্ডা বা অন্য কিছু নির্বাচন করতে হবে। এরপর ব্যবহারকারীর কাছে একটি ড্রাফট অপশন আসবে। সেখানে টাইটেল যুক্ত করে কনটেন্ট ড্রাফট বা এডিট করা যাবে। চাইলে সেটি খালিও রাখা যাবে।
কোন মন্তব্য নেই