মোবাইলের জন্য দ্রুততম ডির্যাম এনেছে এসকে হাইনিক্স
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সার্ভার মেমোরি মডিউল তৈরি করেছে এসকে হাইনিক্স। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি বুধবার জানায়, তাদের তৈরি ডির্যাম চিপটি হতে যাচ্ছে দ্রুততম মোবাইল ডির্যাম চিপ। এসকে হাইনিক্স তাদের নতুন চিপের নাম দিয়েছে লোয়ার পাওয়ার ডাবল ডাটা রেট ৫ টারবো বা এলপিডিডিআর৫টি। এর ডাটা প্রসেস করার ক্ষমতা প্রতি সেকেন্ডে ৯ দশমিক ৬ গিগাবাইট। আগের জেনারেশনের ডির্যাম চিপের যা ১৩ শতাংশ দ্রুততর বলে দাবি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির। নতুন এ চিপ ব্যবহারে জ্বালানি ব্যয় কম হবে। দ্য কোরিয়া হেরাল্ড

কোন মন্তব্য নেই