হোয়াটসঅ্যাপে নিজেকে মেসেজ দেয়ার ফিচার চালু
নিজেকে নিজে মেসেজ দেয়ার বিষয়টি খুব একটা অবান্তর কিছু নয়। মেটা মালিকানাধীন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও স্ল্যাকে এ সুবিধা দীর্ঘদিন থেকেই প্রচলিত। এবার হোয়াটসঅ্যাপের সুবিধাটি চালু করা হলো। নতুন আপডেটের পর থেকে এখন ব্যবহারকারীরা নিজেকে মেসেজ পাঠাতে পারবে। খবর গিজমোচায়না।
হোয়াটসঅ্যাপ মেটার মালিকানাধীন হওয়া মেসেজিং প্লাটফর্মটিতে সেলফ মেসেজিং ফিচার আনার কাজ চলমান ছিল। অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইল সংরক্ষণের জন্য আলাদা কোনো মাধ্যম থাকে না। তখন অনেকেই নিজেকে মেসেজ দেয়ার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করেন। এর মধ্যে বাজারের লিস্ট, সারাদিনের কাজের তালিকা কিংবা কোনো লিংক বা ফাইল। এছাড়া ম্যাপ থেকে নিজের অবস্থানসংক্রান্ত তথ্য পরে ব্যবহারের জন্য পিন করে রাখা যায়।
বর্তমানে ব্যবহারকারীরা দিনের পুরো সময়ে একাধিকবার মেসেজিং অ্যাপগুলো ব্যবহার করে। যে কারণে বিভিন্ন নোট ও লিস্ট বারবার পড়া হয়। এছাড়া নিজের কাছে দেয়া মেসেজ থেকে সহজেই যেকোনো কিছু সার্চ দিয়ে পাওয়া যায়। যারা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে, তাদের মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে সব ডিভাইসে যুক্ত হয়ে যাবে। এটি ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মের অন্যতম একটি সুবিধা।
নতুন সুবিধার মাধ্যমে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্যও নির্ধারিত সময়ের জন্য সংরক্ষণ করা যাবে। ডিজঅ্যাপিয়ারিং বা নির্দিষ্ট সময় পর মেসেজ বা ফাইল মুছে যাওয়ার ফিচার থেকে এ সুবিধা পাওয়া যাবে। ২৪ ঘণ্টা থেকে ৯০ দিন পর্যন্ত সময় নির্ধারণ করা যাবে। এতে ব্যবহারকারীকে সময় নিয়ে একটি করে মেসেজ বা রিমাইন্ডার ডিলিট করতে হবে না।
কোন মন্তব্য নেই