হায়দরাবাদে ডাটা সেন্টার স্থাপন করবে এয়ারটেল
হায়দরাবাদে হাইপারস্কেল ডাটা সেন্টার স্থাপন করবে ভারতী এয়ারটেল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সট্রা ডাটা সেন্টার। এটি স্থাপনে ২ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে সেন্টারটি ৬০ মেগাওয়াট আইটি লোড নিতে পারবে। ডাটা সেন্টারের কুলিং ও নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গেছে। পাঁচ-সাত বছরের মধ্যে ডাটা সেন্টারটির কার্যক্রম শুরু হবে। ডাটা সেন্টারের মাধ্যমে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করবে ভারতী এয়ারটেল গ্রুপ। যার মাধ্যমে পরবর্তী সময়ে আরো বিনিয়োগ ও গ্রাহকদের আকৃষ্ট করা যাবে। আইএএনএস
কোন মন্তব্য নেই