ক্যান্সার পরীক্ষায় অস্ত্রোপচার করাবেন মার্কিন ফার্স্ট লেডি
অপারেশন থিয়েটারে যাচ্ছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত ত্বকের ছোট একটি অংশ অপসারণ হবে। ত্বকের ক্যান্সারের পরীক্ষার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর হিন্দুস্তান টাইমস।
হোয়াইট হাউজের চিকিৎসক কেভিন ও’কনর জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় জিলের চেহারায় ক্ষত পাওয়া গিয়েছে। ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে ১১ জানুয়ারি অস্ত্রোপচার হবে।
অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে নেয়া ক্ষতিগ্রস্ত কোষ বিশ্লেষণ করে দেখা হবে বলেও জানান তিনি।
মোহস সার্জারি বলে পরিচিতি ওই অস্ত্রোপচারে ত্বকের পাতলা স্তর কেটে নেয়া হয়। এরপর ক্যান্সার বা এর অন্য কোনো লক্ষণ আছে কিনা তা বিশ্লেষণ করা হয়।
৭১ বছর বয়সী জিল মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি, তার ৮০ বছর বয়সী স্বামী জো বাইডেনও ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি।
২০১৫ সালের জো বাইডেনের ছেলে বিউ মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই রোগে মৃত্যু হ্রাসকে ‘অগ্রাধিকার’ বিবেচনা করেন।

কোন মন্তব্য নেই