১১৮ বছরে প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১১৮ বছরে প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটি


বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিতি ফরাসি নান সিস্টার আন্দ্রে মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) দক্ষিণাঞ্চলীয় তুঁলো শহর ১১৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর সিএনএন।


শহরটির মেয়র হুবার্ট ফ্যালকো শোকবার্তাসহ টুইটারে সিস্টার আন্দ্রের মৃত্যুর খবর দেন।


১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম এই সন্ন্যাসিনীর। তার পরিবারিক নাম লুসিল র‌্যান্ডন। তিনি জীবনের বেশিরভাগ সময় ধর্মীয় সেবায় নিজেকে উত্সর্গ করেছিলেন।


ক্যাথলিক নান হওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিশুদের দেখাশোনার দায়িত্ব নেন সিস্টার আন্দ্রে। এরপর হাসপাতালে অনাথ ও বয়স্ক ব্যক্তিদের সেবায় ২৮ বছর অতিবাহিত করেন।


গত বছর আন্দ্রে ১১৮তম জন্মবার্ষিকীতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছ থেকে হাতে লেখা চিঠি পান। মাখোঁ ছিলেন আন্দ্রের জীবদ্দশায় দেখা ১৮তম ফরাসি প্রেসিডেন্ট। তার জন্মের পর থেকে ক্যাথলিক চার্চের প্রধান ছিলেন ভিন্ন ভিন্ন ১০ জন পোপ।


গত বছর জাপানি কেন তানাকার মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্থলাভিষিক্ত হয়েছিলেন সিস্টার আন্দ্রে। তানাকা ১১৯ বছর বয়সে মারা গিয়েছিলেন।


এখনো পর্যন্ত রেকর্ড করা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিটিও ছিলেন একজন ফরাসি নারী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া জিন লুইস ক্যালমেন্ট ১২২ বছর ১৬৪ দিন আয়ু পেয়েছিলেন।

কোন মন্তব্য নেই