নতুন বছরে জ্বালানি আয় কমে যাওয়ার শঙ্কা ইরানের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন বছরে জ্বালানি আয় কমে যাওয়ার শঙ্কা ইরানের


নতুন বছরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আয় লক্ষণীয় মাত্রায় কমে যাওয়ার আশঙ্কা করছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা উঠে এসেছে।



প্রতিবেদনে বলা হয়, বিদায়ী বছর অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে ৩ হাজার ৭০০ কোটি ডলার আয় করেছিল ইরান, যা ২০২০ ও ২০২১ সালের তুলনায় অনেক বেশি।


আইআরএনএ বলছে, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা নিম্নমুখী থাকবে। এ কারণে জ্বালানিটি রফতানির মাধ্যমে ২ হাজার ৭৩০ কোটি ডলার আয়ের প্রাক্কলন করেছে ইরান, যা বিদায়ী বছরের তুলনায় অন্তত ১ হাজার কোটি ডলার কম।




ইরান মূলত চীনে সবচেয়ে বেশি জ্বালানি তেল রফতানি করে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় চীনের বাজারে রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিযোগিতা বেড়েছে। কারণ রাশিয়া খুব কম মূল্যে শীর্ষ আমদানিকারক দেশটিতে জ্বালানি তেল বিক্রি করছে। চীনও এ সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল ক্রয় করছে।

কোন মন্তব্য নেই