নিউজ ফাস্ট

প্রবলভাবে বুলিশ মুডে দুই খাতের শেয়ার

 

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ সামান্য উত্থান হলেও তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে দুই খাতের শেয়ার দরে চাঙ্গা প্রবণতা বজায় রয়েছে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৭.২৭ পয়েন্ট। আজ লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা। লেনদেন কমেছে ৩৪৩ কোটি ৬২ লাখ টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


ইদানিংকালে এই দুই খাতের শেয়ার দর পর্যালোচনা করলে দেখা যায়, ডিএসইর মোট ২০টি খাতের মধ্যে কোনো একক খাতে ১০ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর বাড়তে দেখা যায় না। তবে এই দুই খাত বাজার চাঙ্গা রাখতে ভূমিকা পালন করছে। খাত দুটি হলো: তথ্যপ্রযুক্তি ও বিমা খাত।



তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ৯টি বা ৮১.৮২ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। ১টি বা ৯.০৯ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে এবং ১টি বা ৯.০৯ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।


তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে আইটি কনসালট্যান্টসের ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ, জেনেক্স ইনফোসিসের দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৫.৫৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের দর বেড়েছে ৮০ পয়সা বা ১.৩২ শতাংশ।


বিমা খাতের ৫৬টি কোম্পানির মধ্যে ৪২টি বা ৭৫ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। ৯টি বা ১৬.০৭ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। ৫টি বা ৮.৯২ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।



এইখাতে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে ঢাকা ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৩৩ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৮.৭২ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৫.৯৫ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৫.৭৯ শতাংশ, পূরবী জেনারে ইন্সুরেন্সের ৫.৭৩ শতাংশ।

কোন মন্তব্য নেই