মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

 

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় থাকা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আবেদন চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ফেব্রুয়ারি। বিএসইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে বিএসইসির ৮৩৯তম কমিশন সভায় ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে মিডল্যান্ড ব্যাংক। বিএসইসির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৭ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে মিডল্যান্ড ব্যাংক। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।


উল্লেখ্য, আইপিও অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটিকে দুটি শর্ত জুড়ে দিয়েছিলো বিএসইসি। শর্তগুলো হলো- শেয়ারবাজারে তালিকাভুক্তির আগেই ব্যাংকটির প্রত্যেক পরিচালককে এককভাবে ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ নিশ্চিত করতে হবে। এ ছাড়া তালিকাভুক্তির আগে বিএসইসির করপোরেট সুশাসন নীতিমালা মেনে স্বাধীন পরিচালক নিয়োগের শর্তও পূরণ করতে হবে।


ব্যাংকটির আইপিও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

কোন মন্তব্য নেই