১৯১৮ সালে হারানো চিত্রকর্ম ম্যাডোনার দখলে! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৯১৮ সালে হারানো চিত্রকর্ম ম্যাডোনার দখলে!


‘ডায়ানা অ্যান্ড অ্যান্ডিমিয়ন’ শিরোনামের চিত্রকর্মটি এঁকেছিলেন জেহোম ম্যাখতা লঙলুয়ার। ১৮৭৮ সালের প্রদর্শনীতেও রাখা হয়েছিল। দুর্ভাগ্যবশত প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৮ সালে লাপাত্তা হয়ে যায় চিত্রকর্মটি।


বিবিসি এক প্রতিবেদনে জানায়, দীর্ঘদিন ধরে মনে করা হচ্ছে চিত্রকর্মটি নষ্ট হয়ে গেছে। কিন্তু ভিন্ন তথ্য তুলে ধরলেন উত্তর ফ্রান্সের অ্যামিয়া নগরীর মেয়র ব্রিজিত ফো। তিনি মনে করেন, চিত্রকর্মটি রয়েছে মার্কিন পপসংগীত তারকা ম্যাডোনার সংগ্রহশালায়।


২০২৮ সালে ইউরোপীয় সংস্কৃতির রাজধানী নির্বাচন হবে। অন্যান্য শহরের মতো অংশগ্রহণ করছে অ্যামিয়া। মেয়র মনে করেন, ‘ডায়ানা অ্যান্ড অ্যান্ডিমিয়ন’ থাকলে প্রতিযোগিতার দৌড়ে তারা এগিয়ে থাকবে তার শহর। ঠিক এ কারণেই পপ সম্রাজ্ঞীর কাছে মেয়র ফো চিত্রকর্মটি ধার চাইলেন।


১৮৭৩ সালে রাজা অষ্টাদশ লুই চিত্রকর্মটি কিনে নেন। পরে স্থাপন করা হয়েছিল ভার্সাই প্রাসাদের একটি কক্ষে।


প্রথম বিশ্বযুদ্ধের আগে লুভর মিউজিয়াম থেকে অ্যামিয়া মিউজিয়ামে নেয়া হয়েছিল চিত্রকর্মটি। ফরাসি পত্রিকা লো ফিগাহোর দাবি অনুযায়ী, ‘ডায়ানা অ্যান্ড অ্যান্ডিমিয়ন’ ১৯৮৯ সালে নিউইয়র্কের নিলাম থেকে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার দখলে যায়। তিনি কিনে নেন ১৩ লাখ ডলারের বিনিময়ে।


তবে ম্যাডোনার বিরুদ্ধে কোন অভিযোগ করেননি মেয়র ফো। তিনি ফেসবুক ভিডিওতে বলেছেন, ‌'আপনি আমাদের ধার দিতে পারেন। তাতে করে স্থানীয় মানুষ চিত্রকর্মটি নতুন করে দেখতে পারবে।'


মেয়রের এই আবেদন নিয়ে এখনো মন্তব্য করেননি এই গায়িকা।


সম্প্রতি ম্যাডোনা বিশ্ব ভ্রমণের ঘোষণা দিয়েছেন। নভেম্বরের দিকে প্যারিসেও যাবার কথা রয়েছে। প্যারিস থেকে অ্যামিয়া রেলপথে দুই ঘণ্টার পথ।

কোন মন্তব্য নেই