দক্ষিণ কোরিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দক্ষিণ কোরিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন

 

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখান থেকে শত শত মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গুরিয়ং নামক ওই বস্তিতে শুক্রবার সকালে আগুন লাগে। এতে কয়েক ডজন বাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। 


বিবিসি জানিয়েছে, আগুন নেভাতে ৯০০ জনেরও বেশি দমকলকর্মী পাঁচ ঘণ্টা ধরে কাজ করেছেন। এছাড়া বেশ কয়েকটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রয়টার্সকে ৭২ বছর বয়সী এক বাসিন্দা বলেন, আমি দরজা খুলেই দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। অবস্থা ভয়ংকর ছিল, তাই আমি সবাইকে সতর্ক করতে গেলাম। আমি দরজায় ধাক্কা দিয়ে 'আগুন, আগুন' বলে চিৎকার করি। 

প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের মুখপাত্র বলেছেন, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। ইউন বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে রয়েছেন।


অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও অজানা। তবে ওই বস্তির বাড়িগুলো সব কার্ডবোর্ড এবং কাঠ দিয়ে তৈরি। কোরিয়া টাইমস অনুসারে, গুরিয়ং বস্তিতে ২০০৯ সালের পর অন্তত ১৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই