আবার নিয়ম ভাঙলেন খোদ বৃটিশ প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আবার নিয়ম ভাঙলেন খোদ বৃটিশ প্রধানমন্ত্রী

 

একটি ভিডিওতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সিটবেল্ট ছাড়াই  গাড়িতে চড়তে দেখা গেছে। ডাউনিং স্ট্রিট অনুসারে, নিয়ম ভাঙার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী। এদিকে  বৃটিশ পুলিশ  ভিডিওটি  খুঁজে বের করার চেষ্টা করছে। ভিডিও ক্লিপে দেখা গেছে , ইংল্যান্ডের উত্তরে ল্যাঙ্কাশায়ারে ভ্রমণের সময় চলন্ত গাড়ির পিছনের সিটে বসে রয়েছেন সুনাক । সঙ্গে থাকা প্রশাসনিক কর্তার সঙ্গে নিজের সরকারের নীতি নিয়ে আলোচনা করছিলেন তিনি । ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিওতে ঋষি সুনাককে  সিটবেল্টহীন  অবস্থায় দেখেছেন নেটিজেনরা। এরপরেই শুরু হয়েছে সমালোচনা। সিটবেল্ট না পরলে ইংল্যান্ডে  ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।ল্যাঙ্কাশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেছেন যে কর্তৃপক্ষ "বিষয়টি সম্পর্কে অবগত এবং অভিযোগ খতিয়ে দেখা হবে "। যদিও ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন যে, সুনাক নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং বলেছেন ‘প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত’। ড্যামেজ কন্ট্রোলে নেমে ১০, ডাউনিং স্ট্রিট জানিয়েছে, চলন্ত গাড়িতে কিছুক্ষণের জন্য তিনি সিটবেল্ট খুলেছিলেন।


আপনারা যে ভিডিও দেখছেন, তা ওইটুকু সময়েরই।''সুনাকের পরিবহন অভ্যাস ইতিমধ্যে যুক্তরাজ্যে একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধী লেবার পার্টির সদস্যরা বলছেন, তিনি নাকি কম দূরত্বের রাস্তাও যান প্রাইভেট জেটে। ডেপুটি লেবার নেতা অ্যাঞ্জেলা রেনার বলেছেন, "ঋষি সুনাকের ব্যয়বহুল প্রাইভেট জেটের অভ্যাস পরিবেশ এবং  করদাতাদের প্রভাবিত করছে।"একজন মুখপাত্র অবশ্য এই বিষয়টিতে ধামাচাপা দিতে বলেছেন,  সময় নষ্ট না করে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে  দ্রুত পৌঁছাতেই জেটের ব্যবহার করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী।

সূত্র :  এনডিটিভি

কোন মন্তব্য নেই