স্প্যাম কল সম্পর্কে সতর্ক করবে গুগল ভয়েস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্প্যাম কল সম্পর্কে সতর্ক করবে গুগল ভয়েস


ভয়েস কল স্ক্রিনে এর আগে ওয়াই-ফাই ও সেলুলার নেটওয়ার্ক পরিবর্তনের সুবিধা চালু করেছিল গুগল। ব্যবহারকারীদের সুবিধা দেয়ার অংশ হিসেবে আরো একটি উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। স্ক্রিনে সাসপেক্টেড স্প্যাম কলারের নাম দেখানোর ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।


কলার নাম্বার ও অ্যাভাটার দুই জায়গাতেই এটি দেখানো হবে। এক ব্লগ পোস্টে গুগল জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গতানুগতিক ফোন অ্যাপে থাকা উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব স্প্যাম শনাক্ত করা যাচ্ছে।


ভয়েসসেবায় স্প্যাম লেবেল চালু হলে যেকোনো কল আসল না স্প্যাম ব্যবহারকারীরা সে বিষয়টি নিশ্চিত করার সুযোগ পাবে। এমন ঘটলে ভবিষ্যতে ওই নম্বর থেকে আসা কলগুলো চলে যাবে ব্যবহারকারীর ভয়েস মেইলে। অন্যথায় নম্বর থেকে আসা ভবিষ্যতের কোনো কলে লেবেল থাকবে না।


কয়েক বছর ধরে গুগল ভয়েসে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কল ফিল্টার ও ফোন ধরার আগে স্ক্রিন কলের সুবিধা মিললেও সেগুলো তেমন ভালো ছিল না। গুগল বলছে, স্বয়ংক্রিয় স্প্যাম লেবেলিং ব্যবস্থা চালু করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংয়ে থাকা সিকিউরিটি অপশনে গিয়ে ফিল্টার স্প্যাম ফিচারটি বন্ধ করতে হবে।

কোন মন্তব্য নেই