ইউরোপের বাজারে কনকার ওএলইডি টিভি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপের বাজারে কনকার ওএলইডি টিভি


প্রথমবারের মতো ইউরোপের বাজারে উচ্চমূল্যের ওএলইডি টিভির চালান পাঠিয়েছে কনকা। চীন থেকে রেলপথে তিন হাজার ইউনিট টিভি গন্তব্যে পৌঁছায়। ৫৫-৬৫ ইঞ্চির বিশাল টিভিতে প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা পাবে ভোক্তারা। খবর পিআরনিউজওয়্যার।


কনকা ৮১২ সিরিজ নামে এ টেলিভিশন সামনে এনেছে কোম্পানিটি। চিত্রের গুণগত মানকে অবিশ্বাস্য উচ্চতায় নিতে রয়েছে ৮৩ লাখ সেল্ফ-লাইটিং পিক্সেল। শব্দমানের উন্নয়ন ও চিত্রের অস্পষ্টতা প্রতিরোধে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। মিনি এলইডি, ওএলইডি ও ম্যাক্রো এলইডি প্রযুক্তির জন্য কনকা অনেক আগে থেকেই বিখ্যাত। তবে ইউরোপের বাজারে উচ্চমূল্যের ওএলইডি নিয়ে প্রবেশ এ প্রথম। বাজারে অন্য কোম্পানির সঙ্গে নিজেদের প্রতিযোগী মানতে নারাজ কোম্পানিটি। উপরন্তু যোগ্যতা ও গুণগত মান নিয়ে ইউরোপের মাটিতে শক্ত অবস্থান তৈরি করতে চায় কনকা।


অন্যদিকে কোম্পানিটির বিদেশে ব্যবসা সম্প্রসারণ বিভাগ ইউরোপে ব্যবসা বিস্তৃত করতে নতুন অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছেছে। স্থানীয় বাজারে নিজস্ব ব্র্যান্ডের টেলিভিশন বিক্রি করে অংশীদারি প্রতিষ্ঠানটি। এতদিন স্বল্প ও মধ্যম মূল্যের টিভি নিয়ে তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। ব্যবসা সম্প্রসারণের জন্যই তারা মূলত কনকার উচ্চমূল্যের টিভি সরবরাহের সঙ্গে নিজেদের যুক্ত করছে। নতুন পণ্যের বাজার নিয়ে উভয় পক্ষই আশাবাদী।

কোন মন্তব্য নেই