ভার্জিনিয়ায় বিনিয়োগ করবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভার্জিনিয়ায় বিনিয়োগ করবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস


ভার্জিনিয়ায় ডাটা সেন্টান স্থাপনে ৩ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। ২০ জানুয়ারি এক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানায় মালিকানা প্রতিষ্ঠান অ্যামাজন। খবর রয়টার্স।


ক্লাউড প্লাটফর্ম অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানায়, এ বিনিয়োগের মাধ্যমে সেখানে নতুন এক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন জানান, এডব্লিউএস অঞ্চলটিতে একাধিক ডাটা সেন্টার স্থাপন করবে।


২০২১ সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছিল, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর ভার্জিনিয়ায় ডাটা সেন্টার স্থাপনে ৩ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সেই সঙ্গে সেন্টারগুলোয় সাড়ে তিন হাজারের বেশি স্থায়ী কর্মী নিয়োগ দেয়া হয়েছে।


ভার্জিনিয়ার প্রশাসনও একটি নতুন মেগা ডাটা সেন্টার ইনসেনটিভ প্রোগ্রাম তৈরি করছে। যদিও এটি এখনো রাষ্ট্রীয় আইনপ্রণেতাদের অনুমোদনের অপেক্ষায়। এটি কার্যকর হলে কোম্পানিটি ডাটা সেন্টারের পরিষেবা বিক্রিতে ১৫ বছর পর্যন্ত সময় পাবে এবং সরঞ্জাম ও সফটওয়্যার ব্যবহারে বিশেষ ছাড় পাবে। ডাটা সেন্টার সাইট ও অবকাঠামো উন্নয়ন, ওয়ার্কফোর্স বা কর্মী বাড়ানোসহ বিভিন্ন প্রকল্পসংক্রান্ত ব্যয়ে এডব্লিউএস সরকারের কাছ থেকে ১৪ কোটি ডলার পর্যন্ত সহায়তা পাবে। এর আগে ২০১৮ সালে  দীর্ঘ প্রতিযোগিতা শেষে উত্তর ভার্জিনিয়াকে দ্বিতীয় সদর দপ্তর করার ঘোষণা দিয়েছিল অ্যামাজন।

কোন মন্তব্য নেই