এম সিরিজের সঙ্গে প্রতিযোগিতায় নতুন চিপ আনবে কোয়ালকম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এম সিরিজের সঙ্গে প্রতিযোগিতায় নতুন চিপ আনবে কোয়ালকম


অ্যাপলের পরবর্তী প্রজন্মের এম সিরিজের সঙ্গে প্রতিযোগিতায় নামতে গোপনে নতুন চিপের উন্নয়নে কাজ করছে কোয়ালকম। আগের প্রতিবেদন অনুযায়ী হামোয়া কোডনেমে নতুন প্রসেসরের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।


উন্নয়ন প্রক্রিয়ায় থাকা চিপের নতুন তথ্য অনলাইনে প্রকাশ পেয়েছে। এটিকে স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৪ নামে বাজারজাত করবে কোয়ালকম। নতুন চিপটির যেসব বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে সেগুলো খুবই আকর্ষণীয়। যদি সেগুলো সত্য হয় তাহলে অ্যাপলের আসন্ন এম সিরিজের চিপগুলোর অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে ৮সিএক্স।


টুইটারের অন্যতম টিপস্টার কুবা ওজসিচোস্কি ১২ কোরবিশিষ্ট চিপটির কথা আগে জানিয়েছিলেন। তার দাবি, চিপটিকে ৮সিএক্স জেন ৪ নাম দেয়া হতে পারে। কোয়ালকম বর্তমানে একাধিক চিপসেট তৈরিতে কাজ করছে। কিন্তু যেটি বেশি কার্যক্ষমতাসম্পন্ন হবে সেটিকে আটটি পারফরম্যান্স কোর ও চারটি বিদ্যুৎসাশ্রয়ী কোর থাকবে বলে ধারণা করা হচ্ছে।


নুভিয়া অধিগ্রহণের কারণে কোয়ালকম অরিয়ন কোরের উন্নয়ন করতে পেরেছে। এ বিষয়ে অবশ্য কুবা কোনো মন্তব্য করেননি। স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৪ চিপে এ কোর ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। চিপসেটটির প্রতিটি ব্লকে চারটি কোর ও শেয়ার করা ১২ মেগাবাইট এল২ এবং ৮ মেগাবাইট এল৩ ক্যাশ মেমোরি রয়েছে। গুঞ্জন রয়েছে, স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৪ চিপসেটে ৮ জেন ২-এর মতো অ্যাড্রেনো ৭৪০ গ্রাফিকস প্রসেসর ব্যবহার করা হবে। তাই বর্তমান কোয়ালকমের নতুন কোনো জিপিইউ বানানোর চিন্তা নেই। এটি এখনো অনেক শক্তিশালী। কিন্তু উইন্ডোজ নোটবুকে এর ব্যবহার ঝামেলাপূর্ণ।

কোন মন্তব্য নেই