ভিডিওতেই মনোযোগী ছিল ইনস্টাগ্রাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভিডিওতেই মনোযোগী ছিল ইনস্টাগ্রাম


২০২২ সালে ভিডিও ও রিলসের প্রতি বেশি মনোযোগী ছিল মেটা মালিকানাধীন প্লাটফর্ম ইনস্টাগ্রাম। সম্প্রতি প্লাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরিও বিষয়টি স্বীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে প্লাটফর্মে ছবিসংক্রান্ত পোস্ট কম দেখা গেছে। খবর নিউজ১৮ ও ফক্সবিজনেস।


নিজ অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয় তিনি বলেন, ‘আমরা ২০২২ সালে ভিডিওতে বেশি অনেক বেশি মনোযোগ দিয়েছি। ফলে প্লাটফর্মে ছবির তুলনায় ভিডিও-সংশ্লিষ্ট পোস্টই বেশি দেখা গেছে।’


তিনি বলেন, ‘বিদায়ী বছর ভিডিওতে বেশি প্রাধান্য দেয়ার পর থেকে দুই ধরনের কনটেন্টের মধ্যে ভারসাম্য আনতে ইনস্টাগ্রাম কাজ করছে। প্লাটফর্মের অভ্যন্তরীণ ব্যবস্থা ও কাজ চলার বিষয়টি নির্দেশ করছে।’


মোসেরি বলেন, ‘ব্যবহারকারীদের মধ্যে ঘন ঘন ছবি ও ভিডিও পছন্দকারীর সংখ্যা এবং  মন্তব্যকারীর সংখ্যা এখন প্রায় সমান। দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য চলে আসাও একটি ভালো লক্ষণ।’


ইনস্টাগ্রাম থেকে আলোকচিত্রীদের বিশ্বাস হারিয়ে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নেরও জবাব দিয়েছেন অ্যাডাম। অনেকেই প্লাটফর্মটিকে নিজেদের কাজ দেখানোর মাধ্যমে হিসেবে বিবেচনা করে থাকে। গত বছর ইনস্টাগ্রামে টিকটকের মতো ফুলস্ক্রিন অভিজ্ঞতা চালুর পর থেকে অধিকাংশ ব্যবহারকারী একই মত পোষণ করা শুরু করে। তবে সেটি বেশিদিন স্থায়ী হয়নি। কিম কারদাশিয়ানদের মতো তারকাদের প্রতিবাদে এটি আলোর মুখ দেখেনি। তাই ছবি শেয়ারিংয়ের এ প্লাটফর্মকে ঢেলে সাজানোর যে চেষ্টা তা বর্জনে বাধ্য হয় ইনস্টাগ্রাম। এটি বন্ধ হলেও প্লাটফর্মটি ভিডিওতে জোর দেয়া অব্যাহত রেখেছে। জুলাই থেকে কোম্পানিটি প্লাটফর্মের সব ভিডিও রিল হিসেবে আনতে শুরু করে। বর্তমানে মোসেরি নিজেই স্বীকার করছেন, তারা নিজেদের ফিড ও এক্সপ্লোর পেজের র্যাংকিং অ্যালগরিদমে ভিডিওকে বেশি প্রাধান্য দিয়েছে।


ইনস্টাগ্রামপ্রধান নিজেও এর আগে এক বক্তব্যের কারণে ব্যবহারকারীদের রোষানলে পড়েন। তিনি  প্লাটফর্মটি আর বর্গাকৃতির ছবি শেয়ারের অ্যাপ হিসেবে থাকছে না বলে জানান। অনেক আলোকচিত্রীই এ ঘোষণাকে ভালোভাবে নেয়নি। অন্য এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে ছবির পাশাপাশি স্টোরিজ, রিলস ও সরাসরি বার্তার মতো ফিচারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন মোসেরি। কিন্তু তা কোনো কাজে আসেনি।


প্রশ্নোত্তর পর্বে ইনস্টাগ্রামে থাকা বিভিন্ন স্প্যামের বিষয়ও উল্লেখ করেছেন অ্যাডাম। তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে নিশ্চিতভাবেই বিভিন্ন বট ও স্প্যাম রয়েছে। এগুলো কমিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আমার বিভিন্ন পোস্ট ও স্টোরিতে জাল ও বট অ্যাকাউন্টের লাইক দেখতে পেয়েছি। আমার কাছে এটি খারাপ বা আক্রমণাত্মক মন্তব্যের চেয়েও বিরক্তিকর।’

কোন মন্তব্য নেই