জার্মানিতে ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেন বাহিনীকে উন্নত যুদ্ধকৌশলের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তুলতে মার্কিন বাহিনীর এই তৎপরতা।
জার্মানির গ্র্যাফেনওহর এলাকার একটি কেন্দ্রে প্রায় ৫০০ সেনাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ভয়েস অব আমেরিকার খবরে জানানো হয়, আগামী পাঁচ থেকে আট সপ্তাহের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হবে।
এর মধ্যে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) প্রশিক্ষণ পরিদর্শন করেছেন মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবস্থান করেন।
এ সময় ইউক্রেন সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের জন্য এ প্রশিক্ষণ কোনো খেলা নয়। এটি এমন একটি মুহূর্ত যা দিয়ে আপনি জয়-পরাজয়ের পার্থক্য নির্ধারণ করবেন।’
জেনারেল মিলি বলেন, এ প্রশিক্ষণ রুশ আক্রমণ রুখে দেয়ার জন্য এবং পাল্টা আক্রমণ চালানোর জন্য ইউক্রেন সেনাদের পুরোপুরি প্রস্তুত করবে।
বছরখানেক ধরে চলমান রুশ হামলা এবং তাদের দখল করা এলাকাগুরো ফিরিয়ে আনার জন্যই এ প্রশিক্ষণ।
কোন মন্তব্য নেই