ভিডিও কনফারেন্সিংয়ে এনভিডিয়ার নতুন ফিচার
এনভিডিয়ার ব্রডকাস্ট অ্যাপ্লিকেশনে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন আরো প্রাণবন্ত ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারবে। নতুন আপডেটটি হলো আই কন্টাক্ট ফিচার। খবর টেকটাইমস।
এনভিডিয়া নতুন ব্রডক্যাস্ট অ্যাপের ১.৪ সংস্করণটি এরই মধ্যে প্রকাশ করেছে। নতুন এ সংস্করণে ফিচারটি যুক্ত করা হয়েছে। ভিডিও রেকর্ডিং বা প্রেজেন্টেশনের সময় সঞ্চালককে বিভিন্ন কারণে অন্যদিকে তাকাতে হয়। এতে দর্শকের কাছে সঞ্চালকের গ্রহণযোগ্যতা কমে যায়। চোখের দিকে তাকিয়ে কথা বললে সেটি দর্শকের মনোযোগ আকর্ষণে সহায়ক হয়। আর এদিক থেকে ফিচারটি সঞ্চালকদের আরো ভালোভাবে দর্শকের সামনে উপস্থাপন করবে।
ভিডিও কনফারেন্সে বা দৃশ্য ধারণের সময় অনেকেই স্ক্রিপ্ট দেখে পড়তে পছন্দ করেন। কিন্তু সেক্ষেত্রে সঞ্চালকরা দর্শকের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না। এনভিডিয়ার নতুন আই কন্টাক্ট ফিচারটি এক অনন্য সমাধান হতে পারে।
এক ইউটিউব ভিডিওতে প্রতিষ্ঠানটি জানায়, আই কন্টাক্ট ফিচারের মাধ্যমে সঞ্চালক অন্যদিকে তাকিয়েও ভিডিও ধারণ বা অনুষ্ঠান সঞ্চালনা করতে পারবেন। তাতে সঞ্চালকের আই কন্টাক্ট নিয়ে কোনো সমস্যা হবে না। সঞ্চালকের চোখ যেদিকেই থাকুক না কেন আই কন্টাক্ট ফিচারটি সঞ্চালকের চোখ ক্যামেরার দিকে ফিরিয়ে আনবে। অন্যদিকে তাকিয়ে কথা বললেও দর্শক দেখতে পাবেন সঞ্চালক ক্যামেরার দিকে তাকিয়েই কথা বলছেন। ফিচারটি ব্যবহারকারীর চোখের গতিবিধি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
সঞ্চালক চোখ ক্যামেরা থেকে অন্যদিকে সরালে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সঞ্চালকের চোখের ওপর নতুন এক জোড়া কৃত্রিম চোখ দিয়ে ঢেকে দেবে। ফিচারটি একটি ডিপফেক ইফেক্ট তৈরি করে। কৃত্রিম চোখ প্রতিস্থাপন করা হলেও দর্শকের চোখে এটা ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। কেননা কৃত্রিম চোখ দেখতে হুবহু সঞ্চালকের চোখের মতোই হবে। এনভিডিয়ার স্বয়ংক্রিয় চোখ কয়েক লাখ রঙ ও আলোর সমন্বয়ে তৈরি হয়েছে। ফলে ব্যবহারকারীদের আসল চোখের সঙ্গে এর অমিল খুঁজে পাওয়া যায় না।
বর্তমানে অ্যাপটির বেটা ফরম্যাট উন্মোচন হয়েছে। অ্যাপটিকে আরো আকর্ষণীয় করার কাজ এখনো চলছে। এনভিডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ১.৪ নতুন সংস্করণটি ডাউনলোড করা যাবে। নতুন সংস্করণটি উইন্ডোজ ১০ ও ৬৪ বিট ক্ষমতাসম্পন্ন ল্যাপটপগুলোয় ব্যবহার করা যাবে। ইনস্টল করার সময় ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে। এছাড়া ডিভাইসটিতে ৮ জিবি বা তার বেশি র্যাম, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) হিসেবে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৬০, ক্যাড্রো আরটিএক্স ৩০০০, টাইটান আরটিএক্স থাকতে হবে। ড্রাইভার প্রয়োজন হবে এনভিডিয়া স্টুডিও ড্রাইভার ৫২৬.৯৮, গেম রেডি ড্রাইভার ৫২৬.৪৭, এনভিডিয়া আরটিএক্স এন্টারপ্রাইজ ড্রাইভার ৫২৬.৬৭ বা এর ঊর্ধ্বে। সিপিইউ দরকার পড়বে ইন্টেল কোর আই-৫ ৮৬০০, এএমডি রাইজেন আর৫ ২৬০০ বা তার বেশি।
কোন মন্তব্য নেই