পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন হেনরি
অ্যাবডমিনাল স্ট্রেইনে ভুগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। করাচিতে দুই দলের দ্বিতীয় টেস্টের শেষ দিন এই ইনজুরিতে পড়েছেন কিউই ফাস্ট বোলার।
কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন, শেষ দিনের শেষ সেশনে হেনরি চোট নিয়েই বোলিং করেছেন। শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি নিউ জিল্যান্ড। ম্যাচটি শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে ড্র হয়েছে।
কিউই কোচ স্টিড বলেন, ‘এটা একটি সাহসী চেষ্টা। কিন্তু সে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে।’
হেনরির পরিবর্তে কে খেলবেন শিগগিরই জানা যাবে। তাকে দেশে ফিরে যেতে হচ্চে। আর টেস্ট স্কোয়াডে থাকা কাউকে তার স্থলাভিষিক্ত করা হবে না।
৯ জানুয়ারি সোমবার থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৩ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে করাচিতে।
নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, টিম সাউদি ও ব্লেয়ার টিকনার।

কোন মন্তব্য নেই