অফিস ছাড়ছে মেটা ও মাইক্রোসফট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অফিস ছাড়ছে মেটা ও মাইক্রোসফট


কভিড-১৯ মহামারী-পরবর্তী বিশ্বের বিভিন্ন ব্যবসা খাতের পাশাপাশি প্রযুক্তি খাতেও বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। ২০২২ সালে অধিকাংশ প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাই করেছে। নতুন বছরে এখন রিমোট ওয়ার্ক চলমান। সার্বিকভাবে এসব কারণে প্রযুক্তি জায়ান্ট মেটা ও মাইক্রোসফট ওয়াশিংটনের সিয়াটল ও বেলেভুতে থাকা অফিস ভবন খালি করছে। খবর এএনআই।


সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিয়াটলের ডাউনটাউন আরবর ব্লক ৩৩৩-এ থাকা ছয়তলা ভবন এবং বেলেভুর স্প্রিং ডিস্ট্রিক্টে থাক ১১তলা ভবন ভাড়া দেয়ার কথা নিশ্চিত করেছে মেটা মালিকানাধীন ফেসবুক। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক সোশ্যাল মিডিয়া জায়ান্টটি জানায়, প্রতিষ্ঠানটি সিয়াটলে অবস্থিত অন্যান্য অফিস ভবনও ভাড়া দেয়ার বিষয়ে ভাবছে।


সিয়াটল টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, রেডমন্ডভিত্তিক মাইক্রোসফট বেলেভুতে অবস্থিত ২৬ তলাবিশিষ্ট সিটি সেন্টার প্লাজার ইজারার মেয়াদ আর বাড়াবে না। ২০২৪ সালের জুনে চলমান মেয়াদ শেষ হবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, রিমোট ওয়ার্কের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি প্রযুক্তি খাতে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কারণে সিয়াটলসহ অন্যান্য অঞ্চলে ভবন ছেড়ে দেয়ার হার বাড়ছে।


মেটা ও মাইক্রোসফট উভয় প্রতিষ্ঠানই রিমোট ওয়ার্কিংকে সাদরে গ্রহণ করেছে। পাশাপাশি ব্যয় কমাতে কর্মীও ছাঁটাই করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। ২০২২ সালের নভেম্বরে মেটা সিয়াটল অঞ্চল থেকে ৭২৬ জনের বেশি কর্মীকে অব্যাহতি দিয়েছে। মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন জানান, রিমোট ও ডিস্ট্রিবিউটেড ওয়ার্কিং পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি ভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোন মন্তব্য নেই