২৬ লাখ ডলারে বিক্রি রোনালদো-মেসির খেলার টিকিট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৬ লাখ ডলারে বিক্রি রোনালদো-মেসির খেলার টিকিট


সৌদি আরবের মাঠে প্রথম ম্যাচে লিওনেল মেসির মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই খেলা দেখতে একটি ভিআইপি টিকিটের জন্য এক সৌদি ব্যবসায়ী খরচ করেছেন ২৬ লাখ ডলার। খবর অ্যারাবিয়ান বিজনেস।


রিয়াদ সিজন কাপে মেসির পিএসজির বিপক্ষে খেলবে রোনালদোর নেতৃত্বাধীন অল-স্টার সৌদি আরব লিগ।


ধারণা করা হচ্ছে, এটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ টিকিট। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ একটি তহবিল অংশ হিসেবে এই ম্যাচ আয়োজন করেছেন।


ওই টিকিটের জন্য নিলাম শুরু হয় আড়াই লাখ ডলার থেকে। সপ্তাহখানেক তুমুল দরাদরি শেষে ২৬ লাখের ঘরে পৌঁছায়।


আজ বৃহস্পতিবার এই ম্যাচে সৌদি ক্লাব আল-নসর ও আল-হিলালের খেলোয়াড়দের নিয়ে গঠিত অল-স্টার সৌদি আরব লিগ নামবে। তাদের বিপরীতে খেলবে মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের দল।


জানা গেছে, ভিআইপি টিকিট বিক্রি বাবদ পাওয়া অর্থ সৌদি আরবের এহসান দাতব্য তহবিলে দান করা হবে।


টিকিটটি জিতেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী মুশাররফ বিন আহমেদ আল-গামদি। এর আওতায় খেলা দেখার পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ, চেঞ্জিং রুমে আড্ডা ও বিজয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। সঙ্গে আরও কিছু অফার রয়েছে।

কোন মন্তব্য নেই