ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন
শুরু হয়েছে ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে কাকরাইলের আইডিইবি ভবনে এ আয়োজনের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
এ সময় বৈশ্বিক প্রতিবন্ধকতা কাটিয়ে পুঁজিবাজার ও অন্যান্য ক্ষেত্রে সংকট মোকাবেলায় আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি টিপু মুনশি বলেন, ‘একটা উন্নত দেশে পুঁজিবাজার থেকেই ৫০ শতাংশের বেশি অর্থায়ন আসে। কিন্তু আমরা এখনো সে অবস্থানে যেতে পারিনি। আমরা যদি দেশের অর্থায়নের ৫০ শতাংশ পুঁজিবাজারের মধ্যমে ব্যবহার করতে পারি তাহলে দেশের অভাবনীয় উন্নয়ন সম্ভব।’
রানা প্লাজার ঘটনা উল্লেখ করে বলেন, ‘এ সেক্টরের উদ্যোক্তারা তখন খুবই হতাশার মধ্যে ছিল। বিদেশী বায়ররা মুখ ফিরিয়ে নিচ্ছিল। সে অবস্থান থেকে আমরা উত্তরণ হতে পেরেছি। সর্বশেষ বছরে আমরা ৫০ বিলিয়ন ডালারের বেশি পোশাক আমদানি করতে পেরেছি। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ গার্মেন্টসও এখন আমাদের দেশে। এভাবে পুঁজিবাজারের বিপদগুলোও এক সময় সম্পদে পরিণত হবে বলে আমি মনে করছি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম।
তিনি বলেন, ‘অনেক দেশ শূন্য থেকে শুরু করে, কিন্তু আমরা মাইনাস দিয়ে শুরু করেছিলাম। যুদ্ধের ধ্বংসে আমরা মাইনাসে ছিলাম। আমরা গত ১০-১২ বছরে আভাবনীয়ভাবে উন্নতি করেছি। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গত এক বছর যাবৎ আমরা চ্যালেঞ্জিং অবস্থানে আছি। যদিও আমাদের সরকারের দূরদর্শিতায় এখন আমরা অনেকটাই উত্তরণ হতে পেরেছি।’
অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘শেয়ারবাজার চালু হওয়ার পরবর্তী প্রায় অর্ধেক সময় আমরা কাজ করতে পারিনি। আমরা এখন নতুন নতুন অনেক পণ্য নিয়ে কাজ করছি। এরই মধ্যে গত দুই বছরের বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে আমাদের পুঁজিবাজার দু-এক বছরের মধ্য ভালো হবে বলে আশা রাখছি।’
সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, ‘পোশাক খাতের আরো ভালো ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে দেখতে চাই। আশা করছি কয়েক মাসের মধ্যেই আমরা কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে পারব। বৈশ্বিক প্রতিবন্ধকতা কেটে গেলেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। সর্বোপরি সকল প্রতিবন্ধকতা কেটে শিগগিরই পুঁজিবাজার ভালো হবে বলে প্রত্যাশা রাখছি।’

কোন মন্তব্য নেই