শেয়ারচ্যাটের ২০ শতাংশ কর্মী ছাঁটাই
শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হিসেবে ভারতে শেয়ারচ্যাট অন্যতম। গুগল ও তামাসেক পরিচালিত এ প্লাটফর্ম ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, বিনিয়োগকারীরা প্রতিনিয়ত খরচ কমানোর জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। ফলে স্টার্টআপ প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গত বছর স্টার্টআপ প্লাটফর্মটি ২ হাজার ৪০০ কোটি ডলার সংগ্রহ করেছে, যা ২০২১ সালের তুলনায় এক-তৃতীয়াংশ কম। লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে প্লাটফর্মটি সাম্প্রতিক মাসগুলোয় কয়েক হাজার কর্মীকে অব্যাহতি দিয়েছে। রয়টার্স
কোন মন্তব্য নেই