বসন্তেই মিক্সড রিয়েলিটি হেডসেট আনবে অ্যাপল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বসন্তেই মিক্সড রিয়েলিটি হেডসেট আনবে অ্যাপল


অগমেন্টেড বা ভার্চুয়াল হেডসেট হিসেবে অ্যাপলের মিক্সড রিয়েলিটি ডিভাইসটি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। ২০২২ সালে ডিভাইসটি বাজারজাত করা হবে বলে ধারণাও করা হয়েছিল। নতুন বছরেও হেডসেটটির বাজারজাত নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং শিগগিরই প্রকাশ্যে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। খবর গিজচায়না।


প্রখ্যাত প্রযুক্তি বিশ্লেষক মিং চি কুর তথ্যানুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকের আগে হয়তো মিক্সড রিয়েলিটি হেডসেট দেখা যাবে না। এর জন্য বিভিন্ন উপাদান, ড্রপ টেস্ট ও সফটওয়্যার উন্নয়ন টুলের স্বল্পতার বিষয়কে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। এর আগে নতুন বছরের জানুয়ারিতে ডিভাইসটি আনার কথা ভাবা হয়েছিল। কিন্তু বর্তমানে কুর বিশ্বাস, আগামী বসন্তে হেডসেটটি প্রকাশ্যে আনার ঘোষণা দিতে পারে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। যদি তখনো না আসে তাহলে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে এটি উন্মোচন করা হতে পারে বলে জানান তিনি। তবে ডিভাইসটির সামগ্রিক উন্নয়নের ওপর ঘোষণা নির্ভর করবে। অ্যাপল চলচিত্র ও গেম নির্মাতাদের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে। মূলত হেডসেট প্লাটফর্মের জন্য মুভি ও গেম তৈরিতেই এ উদ্যোগ।

কোন মন্তব্য নেই