হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ফাইল ডিলিটের উপায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ফাইল ডিলিটের উপায়


বর্তমান সময়ে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক, ব্যবসায়িক সব কাজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে। ফাইল, ছবি, ভিডিও আদান-প্রদানও হচ্ছে প্রতিনিয়ত। প্রয়োজনের বাইরেও এ প্লাটফর্মে অনেক ছবি, অ্যানিমেটেড ভিডিও আসতে থাকে এবং সেলফোনের স্টোরেজ দখল করতে থাকে। অনেক সময় ফাইল জমতে জমতে স্টোরেজ শেষ হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় এসব ফাইল ডিলিটের বিষয়ে জানিয়েছে লাইভ মিন্ট।



সেলফোনের স্টোরেজ ফুল হওয়ার পেছনে হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ফাইল, ছবি বেশি ভূমিকা রাখে। চাইলেই সহজে এগুলো ডিভাইস থেকে মুছে ফেলা সম্ভব। তবে এর জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। প্রথমে স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপ চালু করতে হবে। এরপর সেটিংসে প্রবেশ করে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশন নির্বাচন করতে হবে।


স্টোরেজ ও ডাটা অপশনে ম্যানেজ স্টোরেজ নামে ট্যাবে ক্লিক করে ৫ এমবির চেয়ে বড় লেখা অপশনে যেতে হবে। সেখানে ৫ মেগাবাইটের বেশি বড় আকারের ফাইলের তালিকা দেখাবে। এছাড়া চাইলে আলাদা করে প্রতিটি চ্যাটের মোট স্টোরেজের পরিমাণ দেখা যাবে। যে ফাইলটি ডিলিট করতে হবে সেটি নির্বাচন করে ডিলিট অপশন ক্লিক করলেই হবে।




যদি কোনো নির্দিষ্ট গ্রুপ চ্যাটে বেশি অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ফাইল আদান-প্রদান করা হয় তাহলে সেগুলোও নির্বাচন করে মুছে দেয়া যাবে।

কোন মন্তব্য নেই