যেভাবে পেলাম অ্যাপ তৈরির শিক্ষা
করোনাকালে বিভিন্ন অ্যাপ ব্যবহারের মাধ্যমে যখন অবসর পার করছিলাম, তখন আমার মাথায় আসে, কেউ না কেউ তো এসব অ্যাপ তৈরি করেছেন। কিন্তু কীভাবে তৈরি করেছেন? কারা তৈরি করতে পারেন? এ রকম অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল।
তার পর থেকে তথ্য সংগ্রহ করা শুরু করি। ২০২১ সালের মাঝামাঝি সময় অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব বলে ঠিক করি। কিন্তু কীভাবে শিখব? কোথা থেকে শুরু করব? কোন প্ল্যাটফর্মে এই কাজ করতে হয়? এ রকম অনেক প্রশ্নের উত্তর পেতে ছয় মাস সময় লেগে গেছে।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ইউডেমি থেকে ‘জাভা’র একটি ফ্রি কোর্সের লিংক পাঠান। যখন কোর্সটা মোটামুটি অর্ধেক শেষ করেছি, তখন বিনা মূল্যে কোর্সটি করার মেয়াদ শেষ হয়ে যায়। তারপর ইউটিউবে অনেক খোঁজাখুঁজির পর ‘বঙ্গ একাডেমি’ নামের অনলাইন অ্যাপে ডেভেলপমেন্ট কোর্সের খোঁজ পাই। এর মাধ্যমে শুরু হয় অ্যাপ ডেভেলপমেন্ট শেখার যাত্রা।
অ্যাপ ডেভেলপমেন্টের কাজ শিখতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হলো, সঠিক গাইডলাইনের অভাব, ডুয়েল কারেন্সি ভিসা কার্ডের সমস্যা ইত্যাদি। এসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও কখনো হাল ছাড়িনি। সবার দোয়া আর দৃঢ় মনোভাবের ফলে এরই মধ্যে দুইটি অ্যাপ তৈরি করেছি। একটি হলো ট্রান্সলেটের স্টুডিও অ্যাপ, যার মাধ্যমে পৃথিবীর বহু ভাষা অনুবাদ করা যায় এবং কোনো ছবিতে কিছু লেখা থাকলে সেটিকে ‘টেক্সট’-এ রূপান্তর করা যায়। আরেকটি অ্যাপ হলো বাংলা অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ভোকাবুলারি অ্যাপ। এই অ্যাপ আমাদের ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করতে সাহায্য করবে। ভবিষ্যতে আরও নতুন নতুন কাজ করা ইচ্ছা আছে।
কোন মন্তব্য নেই