সরকারি ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সরকারি ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

 

সাপ্তাহিকসহ সরকারি ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে পর্যটকদের আগমন ঘটতে শুরু করে। 


এদিকে আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতে নিজেদের সময় অতিবাহিত করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘুরছেন ওয়াটার বোড, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়। আবার অনেকেই ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো। 


এদিকে পর্যটকদের এমন আগমনের কারণে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।


খুলনার ডুমুরিয়া থেকে আসা পর্যটক মিজান-মরিয়ম দম্পত্তি জানান, আমরা দুজনেই সরকারি কর্মচারী। গতকাল সরস্বতী পূজা উপলক্ষে ছুটি ছিলো। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি। এই ৩ দিনের ছুটি উপলক্ষে গতকাল বিকালে আমরা কুয়াকাটায় ভ্রমণে এসেছি। খুব ভালো লাগছে। এখানকার পরিবশে এবং স্থানীয় মানুষের আচরণে আমরা মুগ্ধ। 


ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসা পর্যটক সুনান মিয়া বলেন, আমরা বন্ধরা সবাই একটি কলেজের শিক্ষার্থী। সবাই একই পাড়ায় বসবাস করি। সবাই মিলে কুয়াকাটায় এসেছি। লাল কাঁকড়ার চর ঘুরেছি। লাল কাঁকড়া আমাদের মন কেড়েছে। 


কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, গতকাল পর্যটক কিছুটা কম থাকলেও আজ সৈকতে ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। আমারা পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতি বদ্ধ। আজ বেশির ভাগ হোটেলেই বুকিং রয়েছে।


কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ কুয়াকাটায় বেশি পর্যটকের আনাগোনা রয়েছে। বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল পুলিশ কাজ করছে। এছাড়া যে কোনো অপৃতিকর ঘটনা এড়াতে মাঠে সাদা পোশাকের পুলিশও রয়েছে। 

কোন মন্তব্য নেই