এবার ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে কানাডা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে কানাডা


রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জার্মানি ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ট্যাংক সরবরাহের ঘোষণার পরই ইউক্রেনকে এবার লেপার্ড-টু ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। গতকাল বৃহস্পতিবার কানাডা সরকার জানিয়েছে, তারা ইউক্রেনকে চারটি লেপার্ড-২ ট্যাংক দেবে।


এদিকে, ইউক্রেনে জোরদার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে ১১ জন নিহত হয়েছে। এছাড়া, রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার কোন সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন জেলেনস্কি।


রুশ হামলা প্রতিহতে অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহের দাবি জানিয়ে আসছিলো ইউক্রেন। সম্প্রতি সেই আহ্বানে সাড়া দেয় জার্মানি ও যুক্তরাষ্ট্র। এর পরপরই মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর।


দক্ষিণের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মস্কো মিসাইল ছুঁড়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে আকাশ ও সাগর থেকে অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। তবে এর মধ্যে ৪৭টি ভূপাতিত করার দাবি করেছে তারা।


রুশ হুমকি উপেক্ষা করে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোয় অসন্তোষ প্রকাশ করেছে মস্কো। পশ্চিমা বিশ্বের প্রতি আবারো ছায়াযুদ্ধ পরিচালনার অভিযোগ তুলেছে ক্রেমলিন। মস্কোর দাবি, সামরিক সহায়তা দিয়ে পশ্চিমাবিশ্ব কেবল ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত-ই করছে না তারা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহন করছে।


১১ মাস ধরে চলা যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে কোন ধরনের আলোচনায় যেতে নারাজ ইউক্রেন। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, হত্যা ও ধর্ষণের মতো অপরাধের সাথে যুক্ত রুশ ফেডারেশনের সঙ্গে আলোচনায় যাবে না কিয়েভ।


ভলোদিমির জেলেনিস্কি জানান, 'কার সাথে আলোচনা করবো বলতে পারেন? হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে যারা যুক্ত তাদের সাথে আর যাই হোক আলোচনা চলে না। এই যুদ্ধের ভবিষ্যত রুশ প্রেসিডেন্ট নির্ধারণ করে রেখেছেন। তিনি যেমনটা চাইছেন, করছেন। তবে আমি একটি বিষয় বলতে পারি, পুতিন বড় কোন যুদ্ধের পরিকল্পনা করছেন, ইউক্রেন তার প্রথম ধাপ।'


এদিকে, ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধট্যাংক সরবরাহের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেন্স স্টলটেনবার্গ বলেন, এই সহায়তা রুশ হামলা প্রতিহতের পাশাপাশি নিয়ন্ত্রণ হারানো এলাকার দখল নেওয়া ইউক্রেনের জন্য সহজ হবে। এই সহায়তা ইউক্রেন যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মত বিশ্লেষকদের।

কোন মন্তব্য নেই