ওয়ার্কার্স প্রফিট ফান্ড গঠন করেনি ‘আমরা টেকনোলজিস’ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়ার্কার্স প্রফিট ফান্ড গঠন করেনি ‘আমরা টেকনোলজিস’ কোম্পানি


পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত ‘আমরা টেকনোলজিস’ কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করেনি। কোম্পানির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক।


স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, প্রতি বছর নিট মুনাফার ৫ শতাংশ ডব্লিউপিপিএফ গঠন করে তা কর্মীদের মধ্যে বিতরণ করার বিধান রয়েছে। কিন্তু ‘আমরা টেকনোলজিস’ কর্তৃপক্ষ আইন বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে এই ফান্ড গঠন করেনি।


এদিকে, ‘আমরা টেকনোলজিসে’র অগ্রিম কর (এআইটি) হিসাবে ২১ কোটি ৩৮ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে এই এআইটি রিফান্ড হিসাবে কোম্পানি কর্তৃপক্ষ এখনো দাবি করেনি।


এছাড়া মজুত পণ্যের সঠিক ব্যবহার নিয়ে কোম্পানি  কর্তৃপক্ষ জানিয়েছে, সব মজুত পণ্য হিসাব বইতে উল্লেখ করা মূল্য ব্যবহার করা হবে।


উল্লেখ্য, পুঁজিবাজারে ২০১২ সালে তালিকাভুক্ত হয় ‘আমরা টেকনোলজিস’। কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৪ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬৯.৯৯ শতাংশ।

কোন মন্তব্য নেই