বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দশের বাইরে গৌতম আদানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দশের বাইরে গৌতম আদানি


বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১০ জনের বাইরে চলে এসেছেন গৌতম আদানি। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর আদানি গ্রুপের শেয়ারদরে পতনের পাশাপাশি আদানির সম্পদও কমেছে।


সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গত তিন কর্মদিবসে আদানির ব্যক্তিগত সম্পদ কমেছে ৩ হাজার ৪০০ কোটি ডলার। বর্তমানে এশিয়ার শীর্ষ ধনীর মোট সম্পদ দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪০ কোটি ডলার। এতে ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে তার অবস্থান ১১তম।   


পুঁজিবাজারে যদি পতন অব্যাহত থাকে তাহলে এশিয়ার শীর্ষ ধনীর তকমাও হারাবেন ভারতীয় ধনকুবের। স্বদেশী বিলিয়নেয়ার মুকেশ আম্বানির নিট সম্পদ রয়েছে ৮ হাজার ২২০ কোটি ডলার। আদানি পিছিয়ে গেলে ফের আম্বানি হতে পারেন এশিয়ার শীর্ষ ধনী।

কোন মন্তব্য নেই