ডিজিটাইজেশনে কুয়েতকে সহায়তা করবে গুগল ক্লাউড
প্রযুক্তির উন্নয়নের যুগে বিশ্বের বিভিন্ন দেশ ডিজিটাইজেশনের পথে এগোচ্ছে। এর অংশ হিসেবে কুয়েত সরকারও সামগ্রিক ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছে। আর এ উদ্যোগ বাস্তবায়নে দেশটিকে সহায়তা করবে গুগল ক্লাউড। এরই মধ্যে কুয়েত সরকারের সঙ্গে কৌশলগত জোট গঠন করেছে ক্লাউড প্লাটফর্মটি। খবর রয়টার্স।
৬ জানুয়ারি এক বিবৃতিতে গুগল ক্লাউড জানায়, বেশির ভাগ উপসাগরীয় দেশ দক্ষতা উন্নয়নের পাশাপাশি অধিবাসীদের অনলাইনে প্রবেশের সুবিধা দিতে ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ করছে। জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার উদ্যোগও এটি।
কুয়েত সরকারের সঙ্গে কী পরিমাণ অর্থের ভিত্তিতে চুক্তি সম্পন্ন হয়েছে সে বিষয়ে গুগল ক্লাউড বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে প্রতিষ্ঠানটি সরকারি পরিষেবাগুলোকে ডিজিটালাইজ করতে জাতীয় তথ্য ক্লাউডে নিরাপদে স্থানান্তর ও সংরক্ষণে সহায়তার পাশাপাশি স্কিল উন্নয়ন প্রকল্প পরিচালনা করবে।
সৌদি আরব ও কাতারের পর মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ হিসেবে কুয়েতের ক্লাউড খাতে বিনিয়োগের বিষয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া সেখানে কার্যালয় চালুর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই