টিনএজারদের সুরক্ষায় লিঙ্গভিত্তিক বিজ্ঞাপন কমাবে মেটা
অল্প বয়সী ও কিশোর-কিশোরীদের উদ্দেশ করে নির্মিত বিজ্ঞাপন প্রচার সীমাবদ্ধ করার পদক্ষেপ নিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। সোশ্যাল জায়ান্ট দুটির প্যারেন্ট কোম্পানি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকেই লিঙ্গ, বয়স ও অবস্থানের ভিত্তিতে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেয়া নিয়ন্ত্রণ করবে ফেসবুক ও ইনস্টাগ্রাম। খবর এনগ্যাজেট।
আগামী মার্চে টেক জায়ান্টটি ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের ধরন বাছাইয়ের সুযোগ দেবে। এ ফিচার চালু করা হলে কিশোর-কিশোরীরা একটি নির্দিষ্ট বিষয়ের জন্য কমসংখ্যক বিজ্ঞাপন দেখতে পাবে। এরই মধ্যে সাইটগুলোয় নির্দিষ্ট বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন হাইড করার সুযোগ রয়েছে। পাশাপাশি ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে টিভি নাটক বা কোনো এক ক্যাটাগরির সম্পূর্ণ বিষয়কে হাইড করার সুযোগ দেয়।
কিশোর-কিশোরীরা কোন ধরনের কনটেন্ট দেখতে পারবে তার ওপর ক্রমবর্ধমান কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি। ২০২১ সালে ফেসবুক ও ইনস্টাগ্রাম কিশোর-কিশোরীদের আগ্রহকে লক্ষ্যবস্তু করে বিজ্ঞাপন দেয়ার চেষ্টাকে বাধাগ্রস্ত করে। ইনস্টাগ্রাম ১৬ বছরের কম বয়সীদের জন্য ডিফল্টরূপে বিশেষ অ্যাকাউন্ট তৈরি করেছে। চলতি বছর নতুন কিশোর ব্যবহারকারীদের জন্য সংবেদনশীল কনটেন্ট সীমাবদ্ধ করেছে। একই সঙ্গে উভয় প্লাটফর্মে কিশোর-কিশোরীদের সন্দেহজনক অ্যাডাল্ট মেসেজ পাঠানোর সুযোগও সীমাবদ্ধ করেছে।
এ সিদ্ধান্ত টেক জায়ান্টটির জন্য এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় উল্লেখযোগ্য বিজ্ঞাপন নীতি পরিবর্তন। এর কয়েকদিন আগে, মেটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক সিস্টেম চালু করেছিল। এর উদ্দেশ্য ছিল বৈষম্যমূলক বিজ্ঞাপন প্রচার কমানো। ফেসবুক বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলোকে জাতিগত, লিঙ্গ ও অন্যান্য ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচার করার সুযোগ দেয় এমন অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্রের প্রশাসন।

কোন মন্তব্য নেই