যুক্তরাষ্ট্রে ছয় মাসের ভিসার আবেদন বোলসোনারোর
যুক্তরাষ্ট্রে ছয় মাসের পর্যটন ভিসার আবেদন করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তার এক আইনজীবী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অবস্থান করছেন বোলসোনারো। ব্রাজিলের সাবেক এ প্রেসিডেন্ট আরো কিছুদিন মার্কিন মুল্লুকে থাকতে চান বলে জানান।
গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনায় বোলসোনারো সমর্থকদের হামলার তদন্ত চালাচ্ছে ব্রাজিল সরকার। দেশে সৃষ্ট অস্থিরতায় অনুশোচনা প্রকাশ করেন তবে এর পেছনে তার হাত রয়েছে এরকম অভিযোগ অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্রে অবস্থান সময় বাড়ানোর ব্যাপারে বোলসোনারোর আইনজীবী ফিলিপ আলেক্সান্ডার বিবিসিকে বলেন, দীর্ঘ ৩৪ বছর জনসেবায় ব্যয় করেছেন সাবেক প্রেসিডেন্ট। এখন কিছু সময় তিনি ছুটি কাটাতে চান। যুক্তরাষ্ট্রে কয়েক মাস পর্যটক হিসেবে অবস্থান করে মাথার ভার কমাতে চান এবং পরবর্তী কর্মসূচী ঠিক করবেন।
কূটনীতিক ও রাষ্ট্রপ্রধানদের জন্য প্রযোজ্য এ-১ ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন বোলসোনারো। ৩০ দিনের মধ্যে মেয়াদ শেষ হওয়ার ফলে নতুন করে এ পর্যটন ভিসার আবেদন। গত ১ জানুয়ারি উত্তরসুরি লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথ গ্রহণের আগেই দেশ ছেড়েছিলেন বোলসোনারো।

কোন মন্তব্য নেই