টুইটারে নিজের নাম পরিবর্তন করে বিপাকে ইলন মাস্ক! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারে নিজের নাম পরিবর্তন করে বিপাকে ইলন মাস্ক!


টুইটারে নিজের নাম বদলে ‘মি. টুইট’ রেখে নিজের অনুসারীদের হতভম্ব করে দিয়েছেন ধনকুবের ও টুইটার মালিক এলন মাস্ক। টুইটারের মালিকানা দেয়ার পর একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন মাস্ক। সবশেষ মাইক্রোব্লগিং সাইটে নিজের নামটিই বদলে দিলেন। খবর এনডিটিভির।


তবে মজার ছলে ইলন মাস্ক লেখেন নাম পরিবর্তনের পর তিনি আর পুরোনো নামে ফিরে যেতে পারছেন না!


তবে এবারই যে মাস্ক তার নাম পরিবর্তন করেছেন, এমন নয়। এর আগেও এমন করে অনুসারীদের বিনোদন দিয়েছ্রন তিনি।


মাস্কের সেই পোস্টের কমেন্ট সূত্রে জানা যায়, একবার আদালতে তুমুল বাকবিতণ্ডের পর একজন আইনজীবী ইলন মাস্ককে এই নাম দিয়েছিলেন। সান-ফ্রান্সিসকোর এক টেক সাংবাদিক প্যাট্রিক ম্যাকগি জানিয়েছেন, সোমবার আদালতে ওই আইনজীবী ভুলবশত মাস্ককে ‘মি. টুইট’ বলে সম্বোধন করেন। অ্যাটর্নি নিকোলাস পরিট এটিকে ‘ফ্রয়েডিয়ান স্লিপ’ বলে অভিহিত করলেও, মাস্ক ঠাট্টা করে বলেছিলেন এটাই হয়তো সঠিক (তার জন্য) ব্যাখা!

কোন মন্তব্য নেই