যুক্তরাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় ও স্কুলে হ্যাকারদের তথ্য ফাঁস
যুক্তরাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় ও স্কুলে শিক্ষার্থী এবং কর্মীদের ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য ফাঁস করেছে দ্য ভাইস সোসাইটি র্যানসমওয়্যার গ্রুপ। এসব তথ্যের মধ্যে যেসব শিক্ষার্থীর বিশেষ শিক্ষা সুবিধা প্রয়োজন, ফিল্ড ট্রিপের পাসপোর্ট স্ক্যান, কর্মীদের চুক্তি ও পেরোলের বিষয় রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি জলো গ্লুচেস্টায়ারের পেটস গ্রামার স্কুল। কম্পিউটার উইকলির তথ্যানুযায়ী, ২০২১ ও ২০২২ সালে যেসব তথ্য সংগ্রহ করা হয়েছিল সেগুলোই হ্যাকাররা প্রকাশ করেছে। টেকটাইমস

কোন মন্তব্য নেই