চট্টগ্রামে ওয়ালটনের বার্ষিক সেলস প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত
চট্টগ্রামে ওয়ালটনের ডিভিশন-০৭ এর বার্ষিক সেলস প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) নগরীর হালিশহরস্থ বে-লিফ কনফারেন্স হলে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী জেলা এবং চট্টগ্রাম মহানগর ওয়ালটন প্লাজা ব্যবস্থাপক ও অন্যান্যা বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ এ মিটিং হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিভিশন-০৭ এর প্রধান বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আজাদ। ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের হেড অব সেলস ওয়াহিদুজ্জামান তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিভিশন-০৭ এর করপোরেট সেলস মনিটরিং কর্মকর্তা ফাহাদ আহাম্মেদ, আইটি মনিটরিং কর্মকর্তা ওমর ফারুক ভুঁইয়া, টিভি মনিটরিং কর্মকর্তা আনোয়ার হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ শাহীন, আরিফ মঈনুদ্দিন, নজরুল ইসলাম, আরাফাত চৌধুরী, ফেনী জেলার এরিয়া ম্যানেজার আরিফুল হক, কক্সবাজার জেলার এরিয়া ম্যানেজার মনির হোসেন, চট্টগ্রাম পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার রেজাউল করিম, পূর্ব জোনের এরিয়া ম্যানেজার গোলাম সারওয়ার।
ওয়ালটন প্লাজা ব্যবস্থাপকদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী এস কে রোড প্লাজার ব্যবস্থাপক মেহেদী হাসান, খাগড়াছড়ি প্লাজা ব্যবস্থাপক সালাউদ্দিন খন্দকার, আগ্রাবাদ প্লাজা ব্যবস্থাপক রাহাত খান সুমন, ঝাউতলা প্লাজা ব্যবস্থাপক জয়নাল আবেদীন।
বার্ষিক সেলস প্ল্যানিং মিটিংয়ে ওয়ালটনের চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মহানগর, রাঙ্গামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা, কক্সবাজার জেলা, ফেনী জেলার অর্ধশতাধিক ওয়ালটন প্লাজার প্লাজা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই