আইসিএমএবির নতুন প্রেসিডেন্ট আবদুর রহমান খান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইসিএমএবির নতুন প্রেসিডেন্ট আবদুর রহমান খান


মো. আবদুর রহমান খান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। একই মেয়াদের জন্য সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এবং মাহতাব উদ্দিন আহমেদ। নতুন সেক্রেটারি মো. কাউসার আলম এবং কোষাধ্যক্ষ মো. আখতারুজ্জামান। রাজধানীর আইসিএমএ ভবনে ইনস্টিটিউটের অষ্টাদশ কাউন্সিলের প্রথম সভায় তাদের নির্বাচিত করা হয়।


নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আবদুর রহমান খান সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি আইসিএমএবি কাউন্সিলের সদস্য, কোষাধ্যক্ষ ও সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আলস্টার থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনার ওপর এমএ ডিগ্রি অর্জন করেন।


নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যাকাউন্ট্যান্সির (সিআইপিএফএ, ইউকে) একজন ফেলো সদস্য। ড. সেলিম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং রূপালী ব্যাংক ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কোন মন্তব্য নেই