গ্যাসের দাম বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্যাসের দাম বেড়েছে

 


সমন্বয়ের অংশ হিসেবে পুনরায় বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এতে আবাসিক বাদে বাকী সব শ্রেণীর গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হলো।

আজ বুধবার (১৮ জানুয়ারি) নির্বাহী আদেশে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

এরই মধ্যে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তাতে দেখা গিয়েছে,  সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। শিল্পের ক্ষেত্রে দাম প্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বৃহৎ শিল্পে বেড়েছে ১৮ টাকা ২ পয়সা, মাঝারি শিল্পে ১৮ টাকা ২২ পয়সা, ক্ষুদ্র শিল্পে ১৯ টাকা ২২ পয়সা। এছাড়া বাণিজ্যিক হোটেল ও রেস্টুরেন্টের গ্যাসের দাম ঘনমিটারে ৩ টাকা ৩৬ পয়সা বেড়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ফেব্রুয়ারি থেকে বর্ধিত এ দাম কার্যকর হবে।

এর আগে গত বছরের ৫ জুন গ্রাহক পযায়ে গ্যাসের দাম ২২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ওই সময় শিল্পের গ্যাসের দাম ১১ দশমিক ৯৬ শতাংশ (বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা, ক্ষুদ্র ও কুটির শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা, চা শিল্পে ১১ টাকা ৯৩ পয়সা), সরকারি, আইপিপি ও রেন্টাল দাম ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়। এছাড়া সেসময় সার উৎপাদনে ২৫৯ শতাংশ গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়।


কোন মন্তব্য নেই