পেছাল অ্যাপলের এআর গ্লাস উন্মোচনের দিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পেছাল অ্যাপলের এআর গ্লাস উন্মোচনের দিন


অনির্দিষ্ট সময়ের জন্য এআর গ্লাস বাজারে আনার দিন পেছাল অ্যাপল। প্রযুক্তিগত ত্রুটি দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানটি। তবে মিক্সড রিয়ালিটি হেডসেট বাজারে আনার পরিকল্পনা এখনো বিদ্যমান। খবর রয়টার্স।


বছরের শেষদিকে বাজারে আসবে মিক্সড রিয়ালিটি হেডসেট। ব্যবহারকারী পাবে একই সঙ্গে ‘অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) অভিজ্ঞতা। ব্লুমবার্গের দাবি অনুযায়ী, ডিভাইসটির দাম পড়বে ৩ হাজার ডলারের কাছাকাছি। এর মধ্যে বাজারে মেটা প্লাটফর্মের কোয়েস্ট প্রো ভার্চুয়াল ও মিক্সড রিয়ালিটি হেডসেট রয়েছে। গত বছরের শেষদিকে বাজারে আসা ডিভাইসটির দাম ১ হাজার ৫০০ ডলার। ফলে প্রায় দ্বিগুণ দাম নিয়ে অ্যাপলকে মেটা প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকতে হবে।


বর্তমানে এআর গ্লাস নিয়ে কাজ করার বদলে আপাতত মিক্সড রিয়ালিটি ডিভাইসকে অগ্রাধিকার দিচ্ছে অ্যাপল। নেয়া হয়েছে মিক্সড রিয়ালিটির পরবর্তী সংস্করণে দাম কমানোর পরিকল্পনা। ২০২৪ বা ২০২৫ সালের শুরুতেই বাজারে আসতে পারে দ্বিতীয় সংস্করণ। ব্যয় কমানোর জন্য বিশেষ ধরনের চিপ ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। যদিও রয়টার্স থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলেও অ্যাপল তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


এর আগে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি অনেকটা আকস্মিকভাবেই এমটু প্রো ও এমটু ম্যাক্স চিপবিশিষ্ট ম্যাকবুকস উন্মোচন করে।

কোন মন্তব্য নেই