বড় দৈর্ঘ্যের ভিডিওতে আয়ের সুযোগ আসছে টিকটকে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বড় দৈর্ঘ্যের ভিডিওতে আয়ের সুযোগ আসছে টিকটকে

 

কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন সুবিধা দিতে নিয়মিতই প্ল্যাটফর্মে নতুন নতুন ফিচার আনছে টিকটক কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’ নামের নতুন সুবিধা চালু করছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এ উদ্যোগের আওতায় বড় দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে আয় করতে পারবেন কনটেন্ট নির্মাতারা। 


দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে চালু হয় টিকটকের ক্রিয়েটর ফান্ড। তবে এর মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন কনটেন্ট নির্মাতারা। নতুন এ উদ্যোগ নির্মাতাদের আগের চেয়ে বেশি আয়ের সুযোগ নিয়ে এসেছে। তবে এ সুযোগ শুধু বড় দৈর্ঘ্যের ভিডিও নির্মাতারাই পাবেন। 



আপাতত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রাজিলের নির্বাচিত কনটেন্ট নির্মাতাদের ওপর ক্রিয়েটিভিটি প্রোগ্রামের কার্যকারিতা পরীক্ষা করছে টিকটক। শিগগিরই অন্যান্য দেশের কনটেন্ট নির্মাতারা ক্রিয়েটিভ প্রোগ্রামের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। 


ক্রিয়েটিভিটি প্রোগ্রামের মাধ্যমে আয় করার জন্য ভিডিও নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া, উন্নত রেজল্যুশনে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে হবে তাদের। অর্থ দেওয়ার ক্ষেত্রে ফলোয়ার সংখ্যা এবং ভিডিওর দর্শকসংখ্যাও বিবেচনা করবে টিকটক।


টিকটকের মুখপাত্র জ্যাকারি কাইজার বলেছেন, ‘নির্মাতারা বিজ্ঞাপন থেকে অর্থ পাবেন না। বরং ভিডিওর দর্শক সংখ্যার ওপর ভিত্তি করে আয়ের সুযোগ পাবেন নির্মাতারা। ফলে আয়ের পরিমাণ কমবেশি হবে।’


সম্প্রতি, কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ বাড়াতে নতুন সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় টিকটক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, টিকটক একটি ‘পেওয়াল’ ফিচার বানাচ্ছে। এই ফিচারের ফলে যা কোনো ভিডিওতে প্রবেশের আগে দর্শক এক ডলার (বা নির্মাতার পছন্দের মূল্য) আর্থিক ফি নির্মাতাকে দেওয়ার সুযোগ পাবেন। ফলে প্ল্যাটফর্মের ভিডিও নির্মাতারা বাড়তি আয় করতে পারবেন।


এই ফিচার কীভাবে কাজ করবে, সেটি এখনো পরিষ্কার নয়। তবে, এর মাধ্যমে প্ল্যাটফর্মের নির্মাতারা বিভিন্ন জনপ্রিয় ভিডিও থেকে সরাসরি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। প্ল্যাটফর্ম থেকে তুলনামূলক কম আর্থিক ফি পাওয়া নিয়ে অভিযোগ আসায় নিজেদের ‘ক্রিয়েটর ফান্ড’ নতুন করে ঢেলে সাজানো নিয়েও ভাবছে টিকটক কর্তৃপক্ষ। 


এর আগে ভিডিও কনটেন্ট নির্মাতাদের আয় বাড়াতে ‘ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল’ চালু করার কথা জানায় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। পোর্টালটির মাধ্যমে ভিডিও ক্রিয়েটরেরা বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে আরও সহজে বিভিন্ন প্রচারণামূলক চুক্তি করতে পারছেন। ফলে কনটেন্ট নির্মাতাদের আয় বাড়বে।

কোন মন্তব্য নেই